আসুন জেনে নিই DBBL এজেন্ট ব্যাংকিং এর সুবিধা কি কি



 আসুন জেনে নিই DBBL এজেন্ট ব্যাংকিং এর সুবিধা সমূহঃ

১.বার্ষিক ফি মুক্ত হিসাব।
২. মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব।
৩. ফ্রি ডেবিট কার্ড (dbbl nexus card) পাওয়া যায়।
৪. DBBL এর সকল ব্যাংকের শাখা, ফাস্ট ট্র্যাক ও এজেন্ট ব্যাংকিং এ লেনদেন করা যায়।
৫. এই হিসাবের মাধ্যমে বিদেশ থেকে রেমিট্যান্স আনা হলে ২% বেনাস সহ মূল টাকা তাৎক্ষনিক হিসাবে জমা হয়।
৬. এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে ব্রাঞ্চ এর যে কোন একাউন্ট সেকেন্ডে টাকা জমা দেওয়া যায়।
৭. মাত্র ২.৫/- খরচে সারা দেশে টাকা পাঠানো যায়।
৯. এছাড়া ও ডিপিএস, এফডিআর, পারসোনাল লোন সহ ডেবিট কার্ড দিয়ে কেনাকাটার পাশাপাশি টাকা জমার উপর মুনফা তো আসেই।

প্রয়োজনীয় কাগজ পত্রঃ

১.এন আই ডি- একাউন্ট হোল্ডারের ১ কপি ও নমিনীর ১ কপি ।
২. ছবি- একাউন্ট হোল্ডারের ২কপি ও নমিনীর ১ কপি।

আরও বিস্তারিত জানতে-
যোগাযোগ করুন-
 ৭৯৪, ডাচ্ - বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক বিল্ডিং,
কাজীপাড়া বাসস্ট্যান্ড
HOTLINE : 01779107099, 01970290190
 Facebook : DBBL Agent Banking, Kazipara Branch
আসুন জেনে নিই DBBL এজেন্ট ব্যাংকিং এর সুবিধা কি কি আসুন জেনে নিই DBBL এজেন্ট ব্যাংকিং এর সুবিধা কি কি Reviewed by Sajeeb on November 25, 2017 Rating: 5

No comments:

ads
Theme images by Jason Morrow. Powered by Blogger.