অনলাইনে বাংলা অভিধান:


Online Bangla to English, English to English Dictionary (Ovhidhan)
আজকে আরেকটি নতুন বাংলা অভিধানের সাইট এর খবর পেলাম। প্রায় ২২ হাজারটি ইংরেজী -> বাংলা এবং প্রায় ১লক্ষ ৭৫ হাজার ইংরেজী ->ইংরেজী এর শব্দ ভান্ডার আছে বলে সাইটটি ঘোষনা করেছে। Abdullah Ibne Alam এই সাইটি তৈরী করেছেন।
নতুন সংযোজনঃ
এছাড়া আরো একটি সুন্দর অনলাইনে বাংলা থেকে ইংরেজী ও ইংরেজী থেকে বাংলা এর অভিধানের সন্ধান পেলাম, একুশে অভিধান
সবথেকে বড় সুবিধা হল অভিধানগুলি ইউনিকোডে। অর্থাত বাংলা টাইপ করে বাংলা থেকে ইংরেজী শব্দ খুজতে পারবেন। যদিও এই প্রোজেক্টটি এখনও কাজ করছে তাদের শব্দকোষের সংখ্যা বাড়াতে। তবুও আমি কয়েকটি শব্দ টাইপ করে দেখলাম, এবং তা সুন্দর প্রদর্শন করল। আশা করব খুব শীঘ্রই তারা পুরো কাজটি শেষ করবে। এইরকম একটি অনলাইনে অভিধানের খুব প্রয়োজন ছিল।
Reviewed by Sajeeb on November 03, 2017 Rating: 5

No comments:

ads
Theme images by Jason Morrow. Powered by Blogger.